* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

পানির সাথে যুদ্ধ —মল্লিক মাহমুদ

 শীত মানেতো পানির সাথে

যুদ্ধ যুদ্ধ খেলা,
মনটা করে দুরুদুরু
বাড়ুক যতই বেলা।
পুকুর ঘাটে পা বাড়াতে
খুব বেশি ভয় করে,
হিম কুয়াশার সাথে যেন
বরফ গলে পড়ে।
গোসল করা মানেই সেতো
পৃথিবী জয় করা,
সাহসীদের স্বপ্ন চূড়া
দৃপ্ত হাতে ধরা।
কী আর করি ভাই,
একটুখানি উষ্ণ ছোঁয়া
কোথাও নাহি পাই!
.
১৬।০১।২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...