যুদ্ধ যুদ্ধ খেলা,
মনটা করে দুরুদুরু
বাড়ুক যতই বেলা।
পুকুর ঘাটে পা বাড়াতে
খুব বেশি ভয় করে,
হিম কুয়াশার সাথে যেন
বরফ গলে পড়ে।
গোসল করা মানেই সেতো
পৃথিবী জয় করা,
সাহসীদের স্বপ্ন চূড়া
দৃপ্ত হাতে ধরা।
কী আর করি ভাই,
একটুখানি উষ্ণ ছোঁয়া
কোথাও নাহি পাই!
.
১৬।০১।২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন