* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ২৪ মে, ২০২০

ঈদ মুবারাক – তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম

বাংলাদেশ বার্তা ডেস্কঃ আমাদের অনেকে রামাদানের চাঁদ পাননি, অনেকে রামাদান পেলেও সিয়াম করতে পারেননি, আবার অনেকে সিয়াম করতে পারলেও শাওয়ালের চাঁদের সুসংবাদ পাননি। আমরা সেই সমস্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, যারা রামাদান শেষ করে শাওয়ালের চাঁদের সুসংবাদ পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে জীবিতদের কেউই এরকম রামাদান এর আগে দেখিনি, যেখানে রামাদান এসেছে অথচ মসজিদগুলো ফাঁকা, জামাতে মানুষ নেই, তারাবিহ নেই, জুমুআ নেই, ইফতারে মসজিদে মানুষের আনাগোনা নেই, সুবহানআল্লাহ। তবে এমন রামাদানও হয়তো এর আগে কেউ পাইনি, যখন মসজিদগুলো ফাঁকা থাকলেও ঘরগুলোই মসজিদে পরিণত হয়ে গেছে, ব্যক্তিগত ইবাদতে মানুষ আগের চেয়ে বেশি মশগুল ও আন্তরিক হয়ে গেছে, মসজিদে আর একটিবার সিজদা দেবার জন্য ব্যাকুল হয়ে গেছে।
আমরা সৌভাগ্যবান, যারা এই অভুতপূর্ব সময় সুস্থভাবে পার করতে পেরেছি, শাওয়ালের চাঁদের সুসংবাদ পেয়েছি। আল্লাহ তা'আলা যেন আমাদের সালাতগুলোকে কবুল করেন, তারাবিহগুলোকে কবুল করেন, কিয়ামুল লাইলগুলোকে কবুল করেন, সিয়ামগুলোকে কবুল করেন, যাকাতকে কবুল করেন, যাকাতুল ফিতরাকে কবুল করেন, প্রতিটা নেক আমলকে তাঁর দয়ার বিনিময়ে কবুল করেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন আর যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করেন আর যারা চলে গেছেন তাদের প্রতি রহম করেন।
মৃত্যুকে এত কাছ থেকে এর আগে আমরা দেখিনি। আল্লাহ যেন আমাদের অনুধাবন করার তাওফিক দান করেন, কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা ফেলনা, কোনটা প্রয়োজনীয় এবং কোনটা বাহুল্য, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আল্লাহ যেন আমাদের সিরাতুল মুস্তাকিমে কায়েম রাখেন। আল্লাহ যেন আমাদের আগামী রামাদান ও শাওয়াল পর্যন্ত কবুল করেন।
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...