তা দেখে খৃস্টানরা বলতে লাগল-এটা মুহাম্মদ (সঃ) এবং তাঁর সাহাবীদেরই কাজ। যেহেতেু আমাদের এই সাথী তাদের থেকে পালিয়ে এসেছিল। এ জন্যই তারা আমাদের সাথীকে কবর থেকে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে।
তাই যতদূর সম্বব গভীর করে কবর খুঁড়ে তাতে তাকে পুনরায় দাফন করল। কিন্তু পরদিন সকালে দেখা গেল, কবরের মাটি তাকে (গ্রহণ না করে) আবার বাইরে ফেলে দিয়েছে। এবারও তারা বলল এটা মুহাম্মদ (সঃ) এবং তাঁর সাহাবীদের কান্ড। তাদের নিকট থেকে পালিয়ে আসার কারণে তারা আমাদের সাথীকে কবর থেকে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে।
এবার আরো গভী করে কবর খনন করে তাকে সমাহিত করা হল। পরদিন ভোরে দেখা গেল কবরের মাটি এবারও তাকে বাইরে নিক্ষেপ করেছে।
তখন তারা বুঝতে পারল, এটা মানুষের কাজ নয়। কাজেই তারা শবদেহটি বাইরেই ফেলে রাখল।
সহীহ্ বুখারী শরীফ- ৩৩৫৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন