২০/০৯/২০
কারাগারে যারা বন্দি থাকেসবাই কি দোষী হয়?
জেলের বাইরে ঘুরে যারা
সবাই সাধু নয়।।
ধর্ষণ আজ নিত্য খবর
কাগজের প্রতি পাতায়,
তবু ধর্ষকেরা ছাড় পেয়ে যায়
সামান্য কিছু টাকায় ।।
পাপে আজকে ভরে গেছে
সমাজের প্রতি কোনায়,
বিচারের বাণী নিভৃতে কাঁদে
রাতের নিরবতায়।।
সত্যের পথে আমার কলম
চলবে চিরকাল,
আমি হিন্দু হয়েও ভালোবাসি
কাজী নজরুল ইসলাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন