* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ৩১ মে, ২০২১

ইয়া রব দিলে মুসলিম কো মূল:আল্লামা ইকবাল


মুসলিম প্রাণে প্রভূ সে সজীব অভিলাষ
চিরতরে জাগ্রত করে আজ দিন,
যা তাদের হৃদয়কে করে দেবে অস্থির
নাড়া দেবে প্রতিক্ষণে বিরামবিহীন।
হারামের সবকটি ইঞ্চিকে প্রভূ
করে দিন দয়া করে চির আলোময়,
অদেখাকে দেখার সে আকাঙ্খা আর
দোয়ার সে আগ্রহ দিন প্রেমময়।
যে জন দেখে না তারে কাছে টেনে নিয়ে
উজ্জ্বল দৃষ্টি করুন আজ দান,
আমি যা কিছু দেখেছি অন্যদেরও
সে সব দেখিয়ে দিন হে মেহেরবান।
পথহারা হরিণকে আবারো দেখান
হারামে কা'বার সেই আলোকিত পথ,
এ ভূমির প্রকৃতিতে এনে দিন রব
মরুর প্রশস্ত সে নাজ নিয়ামত।
বিরান এ হৃদয়ের ক্যানভাস জুড়ে
কেয়ামতের সে শোরগোল দিন,
শূণ্যতা ভরা দিলে দিন হে মালিক
লায়লার গড়া সেই প্রেম অমলিন।
আঁধারের এই যুগে ব্যথিত মননে
প্রেমের চেরাগ জ্বেলে দিন রহমান,
যার দেয়া ঝলমলে আলোর জ্যোতিতে
নিমিষে লাজুক হবে জোছনার বান।
আমাদের লক্ষ্যকে উচ্চতা দিন
তারকার মতো করে ওগো দয়াময়,
স্রোতের তুফানে ভাসা চির বহমান
সাগরের মতো যেন হয় গতিময়।
ভালোবাসা সব যেন হয় গো নিখাঁদ
সততায় ভরা আর ভয়ভীতিহীন,
হৃদয়ের মঞ্জিল আলোকিত করে
আলো ছড়ানোর মতো সে সুযোগ দিন।
বিপদ আসার আগে অনুভূতি দিন
আমাদের অন্তরে করে ইলহাম,
অনাগত আগামীর কথা ভেবে যেন
চিন্তাতে মশগুল থাকি অবিরাম।
ধূসর মলিন এই বাগানের মাঝে
আমিতো বিলাপকারী এক বুলবুল,
প্রার্থনা করি শুধু,দিন উপহার
সালতানাতের সেই সুরভিত ফুল।
.



ইসলামী জাগরণের কবি আল্লামা ইকবালের লেখা একটি উর্দূ কবিতাকে বাংলায় কাব্যানুবাদ করলাম।

কাব্যানুবাদ:মল্লিক মাহমুদ

২৮।০৫।২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...