* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

ফেসবুক জুড়ে বুয়েট ছাত্র আবরার হত্যাকান্ডের খবর

নিহত মেধাবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ ৭ অক্টোবর ২০১৯ইং পত্রিকা ছাড়াও ফেসবুক জুড়ে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যাকান্ডের ঘটনা প্রকাশিত হয়েছে। গত রাতে বুয়েটের ইইই ডিপার্টমেন্টের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। কবরে প্রকাশ এই হত্যাকান্ড ঘটিয়েছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। 

হত্যা কান্ডের ঘটনায় আজ সোমবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আটক দুজনকে জিজ্ঞাবাদের জন্য চকবাজার থানায় নেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজন হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ন সাধারণ সম্পাদক  ফুয়াদ হোসেন। আরো জানা যায় তারা দুজনই বুয়েটের শিক্ষার্থী এবং বুয়েটের শের-ই বাংলা হলে থাকেন।

জানা যায়, গতকাল রোববার রাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নং কক্ষে ২য় বর্ষের ছাত্র আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। পরে রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বুয়েটের ইইই ডিপার্টমেন্টের ছাত্র আবরার ফাহাদ সম্পর্কে কিছু তথ্য-

নামঃ আবরার ফাহাদ, বুয়েটের ইইই ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্র
পিতাঃ বরকতুল্লাহ, তিনি বেসরকারী সংস্থা ব্র্যাকের নিরীক্ষক কর্মকর্তা ছিলেন।
মাতাঃ রোকেয়া খাতুন, একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। 
নিহত আবরার ফাহাদ এইচ.এস.সিতে ঢাকা বোর্ডে সেরা ২০ জনের মধ্যে ছিলো।
নটরডেম কলেজে তার ব্যাচের সেরাদের মধ্যে অন্যতম ছিলো।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট জেনেটিক্স ইজ্ঞিনিয়ারিং পেয়েছিলো।
ডাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলো।
এছাড়া একটি নাম করা বিদেশী প্রতিষ্ঠনি নিউক্লিয়ারিং ইজ্ঞিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ পেয়েচিলো।

মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদের বুয়েটের শিক্ষার্থীরা বিচার চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...