* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

তান্ডব লীলা : আব্দুল হান্নান চৌধুরী

শিঙ্গার ফুৎকা‌রে শুরু হ‌বে কেয়ামত
প্রচন্ড প্রকম্প‌ি‌ত হ‌বে সারা পৃ‌থিবী,
পৃ‌থিবীর গর্ভ‌ে যা কিছু ছিল তার
এ‌কে এ‌কে প্রসব কর‌বে সে স‌বি।
পৃ‌থিবীর তান্ডব লীলা দে‌খে সে‌দিন
চিৎকার ক‌রে বল‌বে সবাই "এ‌কি হ‌লো",
দিক বি‌দিক ছুট‌বে মানুষ দ‌লে দ‌লে
চা‌রি‌দি‌কে আস‌বে নে‌মে আঁধার কা‌লো।
বোবা হ‌য়ে সবাই থাকব‌ে সে‌দিন
হারা‌বে কথা বলার ক্ষমতা,
‌খোদার আ‌দে‌শে জ‌মিন সেদিন
বল‌বে তার সকল ই‌তি কথা।
দুই দ‌লে সে‌দিন ভাগ হ‌য়ে যাবে
জান্না‌তি আর জাহান্না‌মি,
পা‌লি‌য়ে যে‌তে পার‌বেনা কেউ
বল‌বে সবাই ইয়া নফ‌সি।
আমলনামা পেশ করা হ‌বে
এ‌কে এ‌কে সক‌লের হা‌তে,
অনু প‌রিমাণও বাদ যা‌বেনা
ভা‌লো মন্দ যা কিছু আ‌ছে।
‌নি‌জের চো‌খে সব দেখ‌তে পা‌বে
ভা‌লো আমল তার ছিল যা,
খারাপ আমলও দেখ‌তে পা‌বে সে
‌কোনো কিছু তার বাদ যা‌বেনা।
(সূরা যিলযাল অবলম্ব‌নে র‌চিত)
প্রকাশঃ২৮ ডি‌সেম্বর ২০১৯

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

স্বাধীনতা তুমি কেমন আছো? আবদুল হান্নান চৌধুরী

স্বাধীনতা তুমি কেমন আছো?
কতদিন দেখিনি তোমায়,
তোমার কথা বড় মনে পড়ে আজ
বিরহে বুক যে ফেটে যায়।

কোন শিকলে বন্দি তুমি আজ
পাইনাকো তোমার কোন সাড়া,
তোমার আশায় পথ চেয়ে চেয়ে
কত দিন রাত হয়েছে সারা।

একাত্তরে ভালোবেসে তোমায়
এনেছিলাম ঘরে তুলে,
আজ তুমি বড় বিপদে আছো
কি করে যাবো তোমায় ভুলে।

তিুমি ছাড়া আজ অসহায় মোরা
ঘুরি তব দ্বার হতে দ্বারে,
অশান্তির দাবানলে পুড়ছি আজো
ব্যাথা বড় আজ হাড়ে হাড়ে।

সুখের তরী বেয়ে এসেছিলে তুমি
সবুজ বাংলার এই কোলে,
সবকিছু বিফলে যাবে বন্ধু
তুমি কাছে ফিরে না এলে।
প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০১৯

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

খোকার স্কুলে যাওয়া - আবদুল হান্নান চৌধুরী


খোকন সোনা উঠোলে সেই
ভোর থেকে কত চেঁচা মেঁচি,
দিক ফেরে দিক ফেরে
ঘুম থেকে সোনা উঠবে নাকি।
অবশেষে অলসেমি ঝেড়ে
ঠে সে সে মায়ের কাছে,
সকাল থেকে কত বায়না তার
মিঠাতে বে যা কিছু ছে।
এটা খাবেনা ওটা খাবেনা
সকালের নাস্তায় কত আব্দার,
আব্দার তার মিঠাতে বে
ছেড়ে আসা তা বড় দায় ভার।
কাপড় পর জুতা পর
এই নিয়ে গোটা ঘর সারা,
দিক সেদিক ঘুরে ফিরে
অবশেষে দেয় সে ধরা।
সর্দি জ্বরকে বরণ রে তবু
নিতে বে স্কুলে তাকে,
সন্তান কি বুঝবে কভু
বড় য়ে তার সেই মাকে।
তবুও কষ্ট রে যায় সে মা
সন্তানের একটু সুখের আশায়,
মাথার ঘাম পায়ে ফেলে সে
সারাদিন নিজেকে খাটায়।
প্রকাশঃ১০ ডিসেম্বর ২০১৯

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...