* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

তান্ডব লীলা : আব্দুল হান্নান চৌধুরী

শিঙ্গার ফুৎকা‌রে শুরু হ‌বে কেয়ামত
প্রচন্ড প্রকম্প‌ি‌ত হ‌বে সারা পৃ‌থিবী,
পৃ‌থিবীর গর্ভ‌ে যা কিছু ছিল তার
এ‌কে এ‌কে প্রসব কর‌বে সে স‌বি।
পৃ‌থিবীর তান্ডব লীলা দে‌খে সে‌দিন
চিৎকার ক‌রে বল‌বে সবাই "এ‌কি হ‌লো",
দিক বি‌দিক ছুট‌বে মানুষ দ‌লে দ‌লে
চা‌রি‌দি‌কে আস‌বে নে‌মে আঁধার কা‌লো।
বোবা হ‌য়ে সবাই থাকব‌ে সে‌দিন
হারা‌বে কথা বলার ক্ষমতা,
‌খোদার আ‌দে‌শে জ‌মিন সেদিন
বল‌বে তার সকল ই‌তি কথা।
দুই দ‌লে সে‌দিন ভাগ হ‌য়ে যাবে
জান্না‌তি আর জাহান্না‌মি,
পা‌লি‌য়ে যে‌তে পার‌বেনা কেউ
বল‌বে সবাই ইয়া নফ‌সি।
আমলনামা পেশ করা হ‌বে
এ‌কে এ‌কে সক‌লের হা‌তে,
অনু প‌রিমাণও বাদ যা‌বেনা
ভা‌লো মন্দ যা কিছু আ‌ছে।
‌নি‌জের চো‌খে সব দেখ‌তে পা‌বে
ভা‌লো আমল তার ছিল যা,
খারাপ আমলও দেখ‌তে পা‌বে সে
‌কোনো কিছু তার বাদ যা‌বেনা।
(সূরা যিলযাল অবলম্ব‌নে র‌চিত)
প্রকাশঃ২৮ ডি‌সেম্বর ২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...