শিঙ্গার ফুৎকারে শুরু হবে কেয়ামত
প্রচন্ড প্রকম্পিত হবে সারা পৃথিবী,
পৃথিবীর গর্ভে যা কিছু ছিল তার
একে একে প্রসব করবে সে সবি।
পৃথিবীর গর্ভে যা কিছু ছিল তার
একে একে প্রসব করবে সে সবি।
পৃথিবীর তান্ডব লীলা দেখে সেদিন
চিৎকার করে বলবে সবাই "একি হলো",
দিক বিদিক ছুটবে মানুষ দলে দলে
চারিদিকে আসবে নেমে আঁধার কালো।
চিৎকার করে বলবে সবাই "একি হলো",
দিক বিদিক ছুটবে মানুষ দলে দলে
চারিদিকে আসবে নেমে আঁধার কালো।
বোবা হয়ে সবাই থাকবে সেদিন
হারাবে কথা বলার ক্ষমতা,
খোদার আদেশে জমিন সেদিন
বলবে তার সকল ইতি কথা।
হারাবে কথা বলার ক্ষমতা,
খোদার আদেশে জমিন সেদিন
বলবে তার সকল ইতি কথা।
দুই দলে সেদিন ভাগ হয়ে যাবে
জান্নাতি আর জাহান্নামি,
পালিয়ে যেতে পারবেনা কেউ
বলবে সবাই ইয়া নফসি।
জান্নাতি আর জাহান্নামি,
পালিয়ে যেতে পারবেনা কেউ
বলবে সবাই ইয়া নফসি।
আমলনামা পেশ করা হবে
একে একে সকলের হাতে,
অনু পরিমাণও বাদ যাবেনা
ভালো মন্দ যা কিছু আছে।
একে একে সকলের হাতে,
অনু পরিমাণও বাদ যাবেনা
ভালো মন্দ যা কিছু আছে।
নিজের চোখে সব দেখতে পাবে
ভালো আমল তার ছিল যা,
খারাপ আমলও দেখতে পাবে সে
কোনো কিছু তার বাদ যাবেনা।
ভালো আমল তার ছিল যা,
খারাপ আমলও দেখতে পাবে সে
কোনো কিছু তার বাদ যাবেনা।
(সূরা যিলযাল অবলম্বনে রচিত)
প্রকাশঃ২৮ ডিসেম্বর ২০১৯
প্রকাশঃ২৮ ডিসেম্বর ২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন