আমি একটা ছোট্ট বাগানে দাঁড়িয়ে ছিলাম
পাশে আমার ছায়াও সমান্তরালে দৃশ্যমান
বস্তু জগতের বিপরীতে যেন আরেক জগৎ
যাকে বলা যায় ‘আইডেনটিক্যাল টুইন’
যেন আয়নায় প্রতিফলিত নিজেরই প্রতিবিম্ব
বস্তু জগতের বিপরীতে যেন আরেক জগৎ
যাকে বলা যায় ‘আইডেনটিক্যাল টুইন’
যেন আয়নায় প্রতিফলিত নিজেরই প্রতিবিম্ব
কে যেন এসে বললো, তুমি কি দেখোনি
সূরা নাবা’য় জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা আছে
সূরা নমলে আছে “আল্লাহ ছাড়া কেউ মহাবিশ্বে
অদৃশ্য বিষয় সমূহের পূর্ণ জ্ঞান রাখে না”
সূরা নাবা’য় জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা আছে
সূরা নমলে আছে “আল্লাহ ছাড়া কেউ মহাবিশ্বে
অদৃশ্য বিষয় সমূহের পূর্ণ জ্ঞান রাখে না”
সুগন্ধযুক্ত শিশির জল মুঠোয় দিয়ে বললো
তোমাকে বিশ্বের ছায়া দেখাচ্ছি, দেখো...
অদ্ভুত জায়গাটি দেখতে এতো সুন্দর
একটি সূর্য রশ্মির প্রতিবিম্ব দেখাচ্ছিলো
গোধুলি বেলায় মালদহি আমের মতো
তোমাকে বিশ্বের ছায়া দেখাচ্ছি, দেখো...
অদ্ভুত জায়গাটি দেখতে এতো সুন্দর
একটি সূর্য রশ্মির প্রতিবিম্ব দেখাচ্ছিলো
গোধুলি বেলায় মালদহি আমের মতো
ভালোবাসার নান্দনিক ছোঁয়া ও অনুপম মাধুর্যে
আমার হাতগুলি সে শক্ত করে চেপে ধরেছিলো
স্বপ্নের উদ্যানের মধ্যে ফর্সা এবং পুষ্পযুক্ত
বিস্ময়কর উজ্জ্বলতায় বিস্তৃত ও প্রশস্ত
আমার হাতগুলি সে শক্ত করে চেপে ধরেছিলো
স্বপ্নের উদ্যানের মধ্যে ফর্সা এবং পুষ্পযুক্ত
বিস্ময়কর উজ্জ্বলতায় বিস্তৃত ও প্রশস্ত
হঠাৎ করেই ধূসর পাথরের দেয়াল ঘেষে
স্বর্গীয় হাওয়ার ঝাঁকুনি অনুভূত হলো
একটা দুর্দান্ত আওয়াজে সম্বিত ফিরে পেলাম
আমি কী তাহলে কোন স্বপ্ন দেখলাম!
স্বর্গীয় হাওয়ার ঝাঁকুনি অনুভূত হলো
একটা দুর্দান্ত আওয়াজে সম্বিত ফিরে পেলাম
আমি কী তাহলে কোন স্বপ্ন দেখলাম!