বাংলাদেশ বার্তা ডেস্কঃ নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেরেই চলেছে। আর েএই দুঃসংবাদের মাঝে আশার সংবাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ এর ৪টি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এডানম গ্যাব্রিয়াসাস বলেন, নরওয়ে এবং স্পেনে করোনা আক্রান্তদের ওপর শিগগিরই ওষধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। এরপর আরো ৪৫টি দেশে চালাবে। আগ্রহ দেখিয়েছে আরো অনেক দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, একা কোন দেশের পক্ষেই কোভিড-১৯ মোকাবেলা করা সম্ভব না। এর জন্য সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এ সব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।
বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত প্রতি ১০ জনের ১ জনই স্বাস্থ্যকর্মী। করোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় স্বাস্থ্যকর্মী আক্রান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত প্রতি ১০ জনের ৬ জন এবং মৃত প্রতি ১০ জনের ৭ জনই ইউরোপে।
সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজারেরও বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ১ হাজার ৪৭৮ জন।
পূর্বকোণের সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন