মনের বাগে সজীব রেখো
তোমার প্রেমের ফুল,
প্রভু তুমি মাফ করে দাও
আমার সকল ভুল।
মাগফিরাতের ছায়ায় আমায়
রেখো দিনমান।।
তোমার প্রেমের ফুল,
প্রভু তুমি মাফ করে দাও
আমার সকল ভুল।
মাগফিরাতের ছায়ায় আমায়
রেখো দিনমান।।
নয়ন জুড়ে বিমল ভোরের
লালিমা দাও মেখে,
আলোর পথে চলি যেন
তোমায় ডেকে ডেকে।...
লালিমা দাও মেখে,
আলোর পথে চলি যেন
তোমায় ডেকে ডেকে।...
অন্তরেরই সব কালিমা
দাও করে দাও দূর,
আমার সকল আমল তুমি
নাও করে মঞ্জুর।
নাজাতেরই কোমল পরশ
আমায় করো দান।।
দাও করে দাও দূর,
আমার সকল আমল তুমি
নাও করে মঞ্জুর।
নাজাতেরই কোমল পরশ
আমায় করো দান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন