* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

প্রার্থনার গান : মল্লিক মাহমুদ

দুহাত তুলে একটি দোয়া
করি রহমান,
তোমার রহম নদী যেন
থাকে বহমান।
মনের বাগে সজীব রেখো
তোমার প্রেমের ফুল,
প্রভু তুমি মাফ করে দাও
আমার সকল ভুল।
মাগফিরাতের ছায়ায় আমায়
রেখো দিনমান।।
নয়ন জুড়ে বিমল ভোরের
লালিমা দাও মেখে,
আলোর পথে চলি যেন
তোমায় ডেকে ডেকে।...
অন্তরেরই সব কালিমা
দাও করে দাও দূর,
আমার সকল আমল তুমি
নাও করে মঞ্জুর।
নাজাতেরই কোমল পরশ
আমায় করো দান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...