বাংলাদেশ বার্তা ডেস্কঃ আয়শা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) কে একবার মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি উত্তর করেন- মহামারী ছিল একটা আযাব, আল্লাহ যার ওপর ইচ্ছা পাঠাতেন। তারপর আল্লাহ তায়ালা মহামারীকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিছেনে। কোন বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং সেখানে অবস্থান করে, তাহলে সেই অঞ্চল থেকে সে বেরুবে না। ধর্য্য ধারণ করবে এবং সওয়াবের প্রত্যাশায় থাকবে; এবং এই বিশ্বাস রাখবে- আল্লাহ তায়ালা যদি তার তাকদিরে লিখে না থাকেন, তাহলে মহামারী তাকে আক্রান্ত করতে পারবে না। আর যদি আক্রান্ত হয়েই যায়, তাহলে তার জন্য রয়েছে একজন শহিদের সমপরিমাণ প্রতিদান।
[সহীহ বুখারি, ৬৬১৯, ৫৭৩৪]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন