বাংলাদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের ১৩ তম ব্যাচ, অজেয়'১৩ বা Invincible '13 এর সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ও সহযোগিতায় চট্টগ্রামের বিশেষ কিছু এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমনঃ চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, নুডলস ও সাবান বিতরণ করা হয়েছে। এই সংকটাপন্ন সময়ে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে সমাজের স্বল্প আয়ের মানুষ যেমনঃ সাধারণ শ্রমিক, দিনমজুর ও অন্যান্য নিম্ন আয়ের মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবে। তাই তাদের মুখে অন্ততঃ দু'বেলা আহার যোগাতে তাঁদের এই মহান প্রচেষ্টা।
অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে তাঁদেরকে ধন্যবাদ, তাঁদের জন্য অনেক অনেক দুয়া আর শুভকামনা। আল্লাহ তাঁদের এই কাজকে কবুল করুন, তাঁদের সামর্থ বাড়িয়ে দিন আর এ কাজ যেন অন্যদের জন্য অনুপ্রেরণার হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন