স্বাধীনতার কথা ভেবে ভেবে আজ
মনে লাগে বড় ব্যাথা,
স্বাধীনতা আজি খাঁচায় বন্দী
চারিদিকে শুধু পরাধীনতা।
স্বাধীনতা আজি খাঁচায় বন্দী
চারিদিকে শুধু পরাধীনতা।
ভিন দেশিদের তাড়িয়ে মোরা
করেছিলাম দেশটাকে স্বাধীন,
ভিন দেশেরই ফাঁদে পড়ে আবার
নিজেরাই করেছি নিজেদের অধীন।
করেছিলাম দেশটাকে স্বাধীন,
ভিন দেশেরই ফাঁদে পড়ে আবার
নিজেরাই করেছি নিজেদের অধীন।
ঘুষ ছাড়া হয়না কোনো কাজ আর
অফিস কিংবা আদালতে,
এই যদি হয় দেশের হালত
আছি মোরা তবে কোন পথে।
অফিস কিংবা আদালতে,
এই যদি হয় দেশের হালত
আছি মোরা তবে কোন পথে।
ন্যায়ের শাসন কোথাও নেই আজ
অন্যায় প্রতি পদে পদে,
স্বাধীনতা সেতো চূড়ায় উঠেছে
নামাই তাকে কোন পথে।
অন্যায় প্রতি পদে পদে,
স্বাধীনতা সেতো চূড়ায় উঠেছে
নামাই তাকে কোন পথে।
দুর্নীতিতে সয়লাব গোটা দেশ
নেই আর কোথাও বাকি,
এই যদি হয় মোদের স্বাধীনতা
ধ্বংসের আর আছে কি বাকি।
নেই আর কোথাও বাকি,
এই যদি হয় মোদের স্বাধীনতা
ধ্বংসের আর আছে কি বাকি।
হত্যা খুনের মহোৎসব চলে
বলবো কি আর তার কথা,
নিরবে নিভৃতে চোখ বুঁজে শুধু
কাঁদছে আজ মানবতা।
বলবো কি আর তার কথা,
নিরবে নিভৃতে চোখ বুঁজে শুধু
কাঁদছে আজ মানবতা।
গণতন্ত্র সেতো সোনার হরিণ
তাকে ধরা বড় দায়,
হরিলুট চলছে সর্বত্র
না জানি পড়ে কার কাঁধে কার দায়।
তাকে ধরা বড় দায়,
হরিলুট চলছে সর্বত্র
না জানি পড়ে কার কাঁধে কার দায়।
বছরে একদিন দিবস পালন
এরই নাম নয় স্বাধীনতা,
স্বাধীনতা সেতো সততার সাথে
দেশের কাজে লেগে থাকা।
এরই নাম নয় স্বাধীনতা,
স্বাধীনতা সেতো সততার সাথে
দেশের কাজে লেগে থাকা।
কথায় কথায় মুখের বুলিতে
দেশ েপ্রম সেতো নয় খাঁটি,
দেশের তরে কাজ করতে হবে
রেখে জীবনটাকে বাজি।
দেশ েপ্রম সেতো নয় খাঁটি,
দেশের তরে কাজ করতে হবে
রেখে জীবনটাকে বাজি।
দেশ েপ্রমকে জাগিয়ে তুলে
মিলে মিশে করো তবে কাজ,
হিংসা বিদ্ধেষ ভুলতে হবে সবে
সময়ের দাবী সেতো আজ।
মিলে মিশে করো তবে কাজ,
হিংসা বিদ্ধেষ ভুলতে হবে সবে
সময়ের দাবী সেতো আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন