* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

সম‌য়ের দাবী: আব্দুল হান্নান চ‌ৌধুরী

স্বাধীনতার কথা ভে‌বে ভে‌বে আজ
ম‌নে লা‌গে বড় ব্যাথা,
স্বাধীনতা আ‌জি খাঁচায় বন্দী
চা‌রি‌দি‌কে শুধু পরাধীনতা।
ভিন দে‌শি‌দের তা‌ড়ি‌য়ে মোরা
‌ক‌রে‌ছ‌িলাম দেশটাক‌ে স্বাধীন,
‌ভিন দে‌শেরই ফা‌ঁদে প‌ড়ে আবার
‌নি‌জেরাই কর‌ে‌ছি ‌নি‌জে‌দের অধীন।
ঘুষ ছাড়া হয়না কো‌নো কাজ আর
অ‌ফিস কিংবা আদাল‌তে,
এই য‌দি হয় দে‌শের হালত
আছ‌ি মোরা ত‌বে কোন প‌থে।
ন্যা‌য়ের শাসন কোথাও নেই আজ
অন্যায় প্র‌তি পদ‌ে পদ‌ে,
স্বাধীনতা সে‌তো চূড়ায় উ‌ঠে‌ছে
নামাই তা‌কে কোন প‌থে।
দুর্নী‌ত‌ি‌তে সয়লাব গোটা দেশ
‌নেই আর কোথাও বাকি,
এই য‌দি হয় মো‌দের স্বাধীনতা
ধ্বং‌সের আর আ‌ছে কি বা‌কি।
হত্যা খু‌নের মহ‌োৎসব চ‌লে
বলব‌ো কি আর তার কথা,
‌নি‌রব‌ে নিভৃ‌তে চোখ বু‌ঁজে শুধু
কা‌ঁদছে আজ মানবতা।
গণতন্ত্র সে‌তো সোনার হর‌িণ
তা‌কে ধরা বড় দায়,
হ‌রিলুট চল‌ছে‌ সর্বত্র
না জা‌নি প‌ড়ে কার কা‌ঁধে কার দায়।
বছ‌রে এক‌দিন দিবস পালন
এরই নাম নয় স্বাধীনতা,
স্বাধীনতা সে‌তো সততার সা‌থে
দে‌শের কা‌জে লে‌গে থাকা।
কথায় কথায় মু‌খের বু‌লি‌তে
দেশ েপ্র‌ম সে‌তো নয় খা‌ঁটি,
দে‌শের ত‌রে কাজ কর‌তে হ‌বে
‌রে‌খে জীবনটা‌কে বা‌জি।
‌দেশ েপ্রম‌কে জা‌গি‌য়ে তু‌লে
মি‌লে ম‌ি‌শে কর‌ো তবে কাজ,
‌হ‌িংসা বিদ্ধ‌ে‌ষ ভুল‌তে হ‌বে স‌বে
সম‌য়ের দাবী সে‌তো আজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...