ভোরের সোনালী আলোয় ভরে উঠুক জগতময়
দুঃখ বেদনা ঘুচে যাক সব জীবনটা হোক সু্খময়।
আধাঁর রাতের গ্লানি যত ধুয়ে মুছে হোক সাফ
নতুন দিনের আগমনে প্রানে প্রাণে শান্তি পাক।
আধাঁর রাতের গ্লানি যত ধুয়ে মুছে হোক সাফ
নতুন দিনের আগমনে প্রানে প্রাণে শান্তি পাক।
লুন্ঠিত মানবতা আজ শংকিত গোটা জনপদ
মুক্তির সন্ধান নাহি কভু মিলে, সন্মুখ যত বিপদ।
"মানুষের তরে মানুষ" কথাটি ভুলতে বসেছি চিরতরে
মানুষের প্রাণ নাশে বুকটা কাঁপেনা একটুও ভয় ডরে।
মুক্তির সন্ধান নাহি কভু মিলে, সন্মুখ যত বিপদ।
"মানুষের তরে মানুষ" কথাটি ভুলতে বসেছি চিরতরে
মানুষের প্রাণ নাশে বুকটা কাঁপেনা একটুও ভয় ডরে।
মজলুমের আর্তনাদে আজ আকাশ বাতাস ভারি
নিত্য নতুন চলছে জুলুম,কত ধরন আজ তাহারি।
আধাঁরে ছেয়ে আছে সারা, পথ খুজে নাহি কভু পাই
বুক ভরে নিশ্বাস নিতে কোথাও একটুও আলো নাই।
নিত্য নতুন চলছে জুলুম,কত ধরন আজ তাহারি।
আধাঁরে ছেয়ে আছে সারা, পথ খুজে নাহি কভু পাই
বুক ভরে নিশ্বাস নিতে কোথাও একটুও আলো নাই।
নতুন দিনের আগমনে, পুরানো ক্ষত সব মুছে যাক
আলোয় আলোয় ভরে উঠুক, মানবতা মুক্তি পাক।
অন্তর্যামী প্রভুর কাছে তুলি এই দুটি হাত
আধাঁর রাত্রি ভেদ করে যেন আসে রাঙ্গা প্রভাত।
আলোয় আলোয় ভরে উঠুক, মানবতা মুক্তি পাক।
অন্তর্যামী প্রভুর কাছে তুলি এই দুটি হাত
আধাঁর রাত্রি ভেদ করে যেন আসে রাঙ্গা প্রভাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন