বাংলাদেশ বার্তা ডেস্কঃ কোটি কোটি মানুষ ঘরে বসে আযান শুনছেন, কিন্তু মসজিদে যেতে পারছেন না। জুমার পরিবর্তে যোহরের সালাত আদায়, সে কি কষ্ট! সে কি আহাজারি!
বৈশাখের প্রথম দিনে ঘরে থাকতে কষ্ট হচ্ছে।....
আজ বাসাতে কবিতা পড়লাম। কবিতা পড়েই দিনটা শুরু করেছি- সৈয়দ হাসান ইমাম।
আজ অনেক দিন বের হতে পারছি না, অভাবের সংসার, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি- ফুটপাথের জনৈক চা বিক্রেতা।
"বাবা, তোমাকে কোনদিন বলা হয়নি আমি তোমাকে অনেক বেশি ভালবাসি।" আমার বাবা এই ম্যাসেজটি পড়ে যেতে পারেননি, ম্যাসেজটা আন সিন অবস্থাতেই পড়ে আছে। আমি জানি আর কোনদিনও এ ম্যাসেজটা সিন হবে না, আমার বাবার হোয়াটসঅ্যাপে লাস্ট সিন সারাজীবন ৩১শে মার্চ, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আটকে থাকবে- করোনাভাইনাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুদক পরিচালক মরহুম জালাল সাইফুর রহমানের ছেলে।
করোনাভাইরাস মহামারীতে গোটা পৃথিবী আজ স্তব্ধ, বিচ্ছিন্ন। এ অবস্থায় আমরা সবাই কষ্টে আছি। তবে কষ্টের রঙ এবং ব্যথা একেক জনের কাছে একেক রকম।
হে আকাশ ও জমিনের রব, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের নাযাত দাও। গোটা বিশ্বকে তুমি করোনা সংক্রমণ থেকে মুক্তি দাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন