বাংলাদেশ বার্তা ডেস্কঃ “তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোন পুণ্য নেই। বরং সৎকাজ হচ্ছে এই যে, মানুষ আল্লাহ, কিয়মতের দিন, ফেরেস্তা আল্লাহর অবতীণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় ধন-সম্পদ আত্মীয়-স্বজন, এতীম, মিসকীন, মুসাফির, সাহয্য প্রার্থী ও ক্রীতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম এর্ যাকাত দান করবে। যারা অংগীকার করে তা পূর্ণ
করবে এবং বিপদে-অনটনে ও হক-বাতিলের সংগ্রামে সবর করবে তারাই তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকী।
সূরা বাকারা আয়াত-১৭৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন