* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নিঃশেষ ভাবনা এম,জে,ইসলামী

হিসেবতো মিলেনা
আমার জীবনের,
কি করেছি কি পেয়েছি
কি দেখেছি ভূবনের!
সাথীরা কই হারিয়ে গেল
মিলন কারো ঘটেনা,
হৃদয় কাঁদে স্রীতি বয়ে
অবুঝ মনে মানেনা।
আপন যারা পর হয়েছে
কেন আমি জানিনা,
আনন্দ বেদনায় বদল
দিবানিশি যাতনা।
জীবন প্রদীপ নিভো নিভো
মরণ সুভাস নাসিকায়,
প্রেম পিরিতি ভালোবাসা
দখল নেয় মরিচিকায়।
কেন ভবে আসা যাওয়া
কেন মরণ জীবনে,
ভাবিলে ভাবনা নিঃশেষ
কেন কাফন দাফনে!
রোজ হাসরে বিচারের দিন
বিচার করবেন রাব্বানা,
জড়রা জড়রা হিসেব নিবেন
পাক কুর'আনে ঘোষণা।
জান্নাত জাহান্নাম আছে
শেষ বিচারের ফয়সালায়,
আল্লাহর ক্ষমা ব্যতীত
জাহাঙ্গীরের নিস্তার নাই।
বুক ভরা দুঃখ নিয়ে
রয়েছি ক্ষমার আশায়,
রাহমান রাহীম মাওলা
রয়েছি সেই ভরসায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...