* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ১৯ জুলাই, ২০২০

পেকুয়ায় মুজিব বর্ষ উপলক্ষে নদী রক্ষার সংগঠন নোঙর জেলা কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে একশো নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। গত ১৩ জুলাই রাজধানীর তুরাগ নদীর পাড়ে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 
এসময় নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন শামসও উপস্থিত ছিলেন। তার ধারাবাহিকতায় ১৯ জুলাই কক্সবাজার জেলা ইউনিটের পক্ষ থেকে পেকুয়া উপজেলার ভোলাখালের পাড়ে বৃক্ষ রোপণ করা হয়। এসময় নোঙর কক্সবাজার জেলা ইউনিটের আহবায়ক পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ড:জাকির হাওলাদার, সদস্য সচিব সাংবাদিক এফ এম সুমন, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষক-জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ডা:আশেক উল্লাহ, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-মোস্তফা জমির, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন, এমএফএম ব্লাড ডোনার'সের সভাপতি-মো আব্দুল্লাহ, পেকুয়া টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মো:জহিরুল ইসলাম, সাখাওয়াত হোছাইন সুজন চৌ, এম এ রহিম, কক্সবাজার কলেজের ছাত্র মো আরমান বিন কাশেম, আব্দু রহিম, মো:আরাফাত, মো:তারেক জিয়া, মো:ইমন, ইউনুছ ফারুক রনী, মো. আবু ছাদেক, মো:শাহাদাত হোসেন, শ্রাবন তালুকদার মানিক, প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নোঙরের ইসমাইল খান, মো: মোস্তফাসহ আরোও অনেকে। বৃক্ষ রোপণ পরবর্তী পেকুয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নদী রক্ষায় এগিয়ে আসার আহবান জানান এবং তারা ধাপে ধাপে কক্সবাজারের প্রায় সকল নদীর পাড়ে কয়েক হাজার বৃক্ষ রোপণ করবেন বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...