বাংলাদেশ বার্তা ডেস্কঃ ২৪ অক্টোবর ২০২০
নুপুরের দাম হাজার টাকা স্থান কিন্তু পায়ে
টুপির দাম কম হলেও স্থান তার মাথার শিরে,
নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তা ভরপুর
সারিবদ্ধ পিঁপড়া এসে করে সাবাড় তা দস্তুর।
মৃত মানুষকে স্মরণ করে মোমের বাতি জ্বালিয়ে
জন্মদিবস পালন করে বাতিটা আবার নিভিয়ে,
মোমের বাতির নেই প্রয়োজন মৃত কোনো মানুষের
তবুও জ্বালায় সেথায় বাতি নাই সীমা অপচয়ের।
মদ বেচতে যায়না কেউ মানুষের ঘরে ঘরে
কিনতু গোয়ালা যায় সেথায় দুধ বেচার তরে,
দুধে পানি মেশানো দোষ, সেতো সবাই জানে
কিন্তু মদে পানি মিশিয়ে সানন্দে সে টানে।
জানোয়ার যদি বলে তাকে ভিষন রেগে উঠে
বাঘের বাচ্চা বললে আবার আনন্দে মেতে উঠে ,
বাঘও যে জানোয়ারের দল সেটি নাই তার মাথায়
বাঘের বাচ্চা শুনে তাইতো খুশিতে সে লাফায়।
মানুষগুলো এমন আজব সোজা পথে চলেনা
বাকাঁ পথেই আগ্রহ বেশি শেষটি তার বুঝে না।
প্রথম প্রকাশ ২০ আগষ্ট ২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন