* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

আজব মানুষঃ আব্দুল হান্নান চৌধুরী

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ২৪ অক্টোবর ২০২০

নুপু‌রের দাম হাজার টাকা স্থান কিন্তু পা‌য়ে
‌টু‌পির দাম কম হ‌লেও স্থান তার মাথার শি‌রে,
নু‌নে কখ‌নো পোকা ধ‌রে‌নি মিষ্ট‌ি‌তে তা ভরপুর
‌সা‌রিবদ্ধ পিঁপড়া এ‌সে ক‌রে সাবাড় তা দস্তুর।

মৃত মানুষ‌কে স্মরণ ক‌রে ম‌োমের বা‌তি জ্বা‌লি‌য়ে
জন্ম‌দিবস পালন ক‌রে বাতিটা আবার নি‌ভি‌য়ে,
‌মো‌মের বা‌তির নেই প‌্র‌য়োজন মৃত কো‌নো মানু‌ষের
তবুও জ্বালায় সেথায় বা‌তি নাই সীমা অপচ‌য়ের।

মদ বেচ‌তে যায়না কেউ মানু‌ষের ঘ‌রে ঘ‌রে
‌কিনতু গোয়ালা যায় সেথায় দুধ বেচার ত‌রে,
দু‌ধে পা‌নি মেশা‌নো দো‌ষ, স‌‌েতো সবাই জা‌নে
কিন্তু ম‌দে পা‌নি মি‌শি‌য়ে সানন্দ‌ে সে টা‌নে।

জা‌নোয়ার য‌দি ব‌লে তা‌কে ভিষন রে‌গে উ‌ঠে
বা‌ঘের বাচ্চা বলল‌ে আবার আনন্দ‌ে মে‌তে উ‌ঠে ,
বাঘও যে জা‌নোয়ারে‌র দল সে‌টি নাই তার মাথায়
বা‌ঘের বাচ্চা শু‌নে তাই‌তো খু‌শি‌তে ‌সে লাফায়।

মানুষগু‌লো এমন আজব সোজা প‌থে চ‌লেনা
বাকাঁ প‌থেই আগ্রহ বে‌শি শেষ‌টি তার বু‌ঝে না।

প্রথম প্রকাশ ২০ আগষ্ট ২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...