বাংলাদেশ বার্তা ডেস্কঃ সিরাজ ইসলাম, আমাদের বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে স্বপ্ন দেখেছিলো উদ্যোক্তা হওয়ার। ভিন্নপথে হাঁটতে গিয়ে গ্রাম্য মোড়লদের রোষানলে সব হারিয়ে এখন পথে বসেছে। দ্বারে দ্বারে ঘুরছে বিচারের আশায়।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নিজ গ্রামেই ধার-কর্জ করে ১৩ বিঘা জমির পুকুরে শুরু করেছিলেন মাছ চাষ। একটু একটু করে স্বপ্নগুলোও বড় হচ্ছিলো। আর মাত্র একটি মাস গেলেই প্রথম দফায় মাছ বিক্রি শুরু করতে পারতেন। সব ঠিকঠাকই চলছিলো।
কিন্তু গ্রাম্য কয়েকজন মোড়লের সিরাজের এমন উত্থান ভালো লাগেনি। সোমবার গভীর রাতে পুকুরে বিষ ঢেলে দেয়। এরপর ধীরে ধীরে মাছ মরতে শুরু করে। একদিন না যেতেই পুকুরে মাছের দাপাদাপির পরিবর্তে সব মাছ মরে ভেসে উঠেছে।
ছেলেটি বিশ্ববিদ্যায়ে পড়াশোনা শেষ করে নিশ্চিত জীবনের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে গিয়েছিলো। প্রায় ২০ লাখ টাকারও বেশি ধার-কর্জ করা। সবাইকে আশ্বাস দিয়েছিলো, মাছ বিক্রি শুরু হলেই সবার ধার-দেনা পরিশোধ করে দিবে। কিন্তু সব লন্ডভন্ড। নিম্নবিত্ত পরিবারে এতবড় ক্ষতি পুষিয়ে নেওয়ার সাধ্য নেই।
সব ছেড়েছুড়ে উদ্যেক্তা হতে চাওয়া ছেলেটি পরিবারের মুখের দিকেও তাকাতে পারছে না। ধারদেনা শোধ করবে কিভাবে সেই উপায়ও জানা নেই। বিচার পাওয়ার সম্ভাবনাও দেখছেন না।
কোনোরকম পূর্ব শত্রুতা ছাড়াই এমন জঘন্য কাজ মানুষ করতে পারে !!!
(নওগাঁয় প্রশাসনের কেউ পরিচিত থাকলে সিরাজের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
সিরাজের মোবাইল নাম্বার-0 1715-922875, ফেসবুকঃ Siraz Al Islam
মূল লেখাঃ Sanaul Haque Sunny
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন