বাংলাদেশ বার্তা ডেস্কঃ
তোমার কালেমা আমার কালেমা
বাহিরে পরখ নেই,
কিন্তু তাহার হাকীকত দেখি
মিল নেই কিছুতেই।
লাখ লাখ টাকা ইনকাম হয়
তোমার কালেমা দিয়ে,
আমার কালেমা দাঁড় করে দেয়
ফাঁসির মঞ্চে নিয়ে।
শত শত দিন কারাগারে আছি
আমার কালেমা পড়ে,
একটু সুখের সময় কাটাতে
যেতে পারি নাকো ঘরে।
অনাহারে আজ শক্তি ক্ষয়েছে
ধরতে পারি না মুঠি,
আর তুমি আছো অপার খুশীতে
খাচ্ছো হালুয়া রুটি।
নেফাকীর কালি জমা হয়ে আছে
তোমার কালেমা মাঝে,
তাই বুঝি বহু ফায়দা লুটছো
নিত্য সকাল সাঁঝে।
সুতরাং তুমি কালেমা পড়াতে
এসো না বন্ধু আর,
কালেমার সাথে জীবন আমার
হয়ে আছে একাকার।
.
১৬।০২।২০
তোমার কালেমা আমার কালেমা
বাহিরে পরখ নেই,
মিল নেই কিছুতেই।
লাখ লাখ টাকা ইনকাম হয়
তোমার কালেমা দিয়ে,
ফাঁসির মঞ্চে নিয়ে।
শত শত দিন কারাগারে আছি
আমার কালেমা পড়ে,
যেতে পারি নাকো ঘরে।
অনাহারে আজ শক্তি ক্ষয়েছে
ধরতে পারি না মুঠি,
খাচ্ছো হালুয়া রুটি।
নেফাকীর কালি জমা হয়ে আছে
তোমার কালেমা মাঝে,
নিত্য সকাল সাঁঝে।
সুতরাং তুমি কালেমা পড়াতে
এসো না বন্ধু আর,
হয়ে আছে একাকার।
.
১৬।০২।২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন