বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমনে মারা গেছেন ১৪৬০ জন- যা গতকালের চেয়েও বেশি। ইতালিতে মারা গেছেন ৬০২ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৪ জন, স্পেনে ৪৩৪ জন, ইরানে ১২৭ জন, যুক্তরাজ্যে ৫৪ জন, নেদারল্যান্ডসে ৩৪ জন, জার্মানীতে ২২ জন মারা গেছেন। পরিস্থিতি নতুন করে খারাপ হয়েছে সুইজারল্যান্ডে, সেখানে ২৪ ঘন্টায় মারা গেছে ২০ জন। এছাড়া ডেনমার্কে ১১ জন, বেলজিয়ামে ১৩ এবং ফিলিপিনসে ৮ জন মারা গেছেন। করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ১৪, ৪৩৬ জন আর ২৪ ঘন্টার ব্যবধানে এখন নিহতের মোট সংখ্যা ১৬০৯৮ জন।
মাত্র ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়ে ৩ লাখ ৬৬ হাজারে উন্নীত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩০৯ জন। আরো যেসব দেশে বেশি লোক আক্রান্ত হয়েছে তার মধ্যে ইতালিতে ৪৭৯০, ম্পেনে ৪৩২১, ইরানে ১৪১১, ফ্রান্সে ৬৭১, সুইজারল্যান্ডে ১০৭৩, নেদারল্যান্ডসে ৫৪৫, অস্ট্রিয়াতে ৭২৪, পুর্তুগালে ৪৬০, মালয়েশিয়ায় ২১২ (মারা গেছে নতুন করে ৪জন), দক্ষিন আফ্রিকায় ১২৮, রোমানিয়ায় ১৪৩, থাইল্যান্ডে ১২২ এবং ইকুয়েডরে ১৫২ জন আক্রান্ত হয়েছে।
আল্লাহু গাফুরুর রাহীম। আমরা তাঁর কাছেই ক্ষমা চাই। পানাহ চাই।
(AMeen, Ali Ahmad Mabrur)
(AMeen, Ali Ahmad Mabrur)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন