* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ১২ জুলাই, ২০২০

কে আ‌মি ? আব্দুল হান্নান চৌধুরী


কে আ‌মি,‌কি আমার প‌রিচয়?
‌সে কথা কভু আ‌মি ভা‌বিনি,
কত রঙ্গ র‌সে ভ‌রে‌ছে এ জীবন
‌পিছ‌নে ফি‌রে কভু তাকাই‌নি।
কখ‌নো ভা‌বি‌নি কোথা হ‌তে এ‌সে‌ছি
‌কোথায় হ‌বে আমার শেষ ঠিকানা?
কতটুকু পথ পা‌ড়ি দি‌তে হ‌বে আমায়
জা‌নিনা তার ক‌ো‌নো সীমানা।
অনন্তকা‌ল ধ‌রে থাক‌বেনা কেউ
ফু‌লে ফ‌লে ভরা এই ধরণীতে,
এ‌কে এ‌কে সব ফু‌রি‌য়ে যা‌বে
থাক‌বেনা কেউ কা‌রো সা‌থে।
মুসা‌ফির হ‌য়ে এ‌সে‌ছি মোরা
ক্ষ‌ণি‌কের ত‌রে এইখা‌নে,
মুসা‌ফির বে‌শে আবার চ‌লে যা‌বো
চিহ্ন র‌য়ে যা‌বে সবখা‌নে।
‌হে‌লে দু‌লে কা‌টি‌য়ে‌ছি এই জীবন
আপন খবর কভু রা‌খি‌নি,
‌দি‌নে দি‌নে বে‌ড়ে‌ছে পা‌পের বোঝা
‌নি‌জে‌কে নি‌জে কভু চি‌নি‌নি।
‌হে খোদা তু‌মি দাও‌গো মো‌রে
‌নি‌জে‌কে চেনার যত শক্ত‌ি,
‌শেষ ‌বিচা‌রে পাই যেন আ‌মি
‌‌তোমার দয়ায় চিরত‌রে মুক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...