কখনো ভাবিনি কোথা হতে এসেছি
কোথায় হবে আমার শেষ ঠিকানা?
কতটুকু পথ পাড়ি দিতে হবে আমায়
জানিনা তার কোনো সীমানা।
অনন্তকাল ধরে থাকবেনা কেউ
ফুলে ফলে ভরা এই ধরণীতে,
একে একে সব ফুরিয়ে যাবে
থাকবেনা কেউ কারো সাথে।
মুসাফির হয়ে এসেছি মোরা
ক্ষণিকের তরে এইখানে,
মুসাফির বেশে আবার চলে যাবো
চিহ্ন রয়ে যাবে সবখানে।
হেলে দুলে কাটিয়েছি এই জীবন
আপন খবর কভু রাখিনি,
দিনে দিনে বেড়েছে পাপের বোঝা
নিজেকে নিজে কভু চিনিনি।
হে খোদা তুমি দাওগো মোরে
নিজেকে চেনার যত শক্তি,
শেষ বিচারে পাই যেন আমি
তোমার দয়ায় চিরতরে মুক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন