* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

 

বাংলাদেশ বার্তা: বিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন। চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি।

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। সারাদেশের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সেই সঙ্গে আমি ভয়ংকর এ দুঃসময়ে দেশবাসীসহ আমাদের সাংবাদিক ভাই যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই যাতে সুস্থ থাকেন সেই দোয়া করছি।

ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি অপরিমেয় অনুগত্যের এক অপূর্ব ও অদ্বিতীয় নিদর্শন। একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে। চেষ্টা করতে হবে বাংলাদেশকে একটি সুন্দর, সফল, কার্যকর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে।

ঈদ উল আযহার চেতনার আলোকে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যশীলতা ও ত্যাগী মনোভাবকে প্রাধান্য দেয়া এবং চর্চা করাই হউক আমাদের পাথেয়। আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধিময় বার্তা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈদ-উল আযহা হলো নেক বান্দাদের জন্য পুরষ্কার স্বরূপ। পবিত্র ঈদ-উল আযহা আমাদের ধনী-দরিদ্রের, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

দেশের এই দুর্যোগময়কালে সবার উচিৎ অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করবেন, করোনা ভাইরাস সংক্রমণের মহামারি থেকে নিজেকে রক্ষা করুন ও ঘরে থাকুন এবং আমার পক্ষ থেকে সর্বন্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ঈদ মোবারক। 

সোমবার, ১৯ জুলাই, ২০২১

ইব্রাহী‌ম (আঃ) এর স্বপ্ন ও কুরবানী আব্দুল হান্নান চৌধুরী

 

বাংলাদেশ বার্তা: ইব্রাহী‌ম (আঃ) এর স্বপ্ন ও কুরবানী  আব্দুল হান্নান চৌধুরী বার্তা বাংলাদেশ
ইব্রাহী‌ম (আঃ) এর স্বপ্ন ও কুরবানী: আব্দুল হান্নান চৌধুরী

ইব্রাহী‌মের স্মৃতি বিজ‌ড়িত প‌বিত্র এই ঈদুল আযহা
ত্যা‌গের ম‌হিমা‌য় উদ্ভা‌সিত গোটা মুস‌লিম উম্মাহ,
পশুর গলায় ছু‌রি দি‌য়ে কর‌বে ম‌নের পশুত্ব কুরবানী
রক্ত‌ে‌র বন্যায় ভে‌সে যা‌বে জীব‌নের যত পাপ গ্লা‌নি।
হজ্জ্ব‌ে‌র প্র‌তি‌ হুকু‌মে র‌য়ে‌ছে ইব্রাহী‌মের স্মৃ‌তি গাঁথা
মুস‌লিম‌ উম্মাহর অন্ত‌রে র‌য়ে‌ছে তার সম্মান পাতা,
লক্ষ মুস‌লিম জ‌ড়ো হ‌য়ে কাঁ‌দে আরাফা‌ত ময়দা‌নে
নিষ্পাপ হ‌য়ে ফির‌বে তারা ছ‌ড়ি‌য়ে যা‌বে সবখা‌নে।
শত পরীক্ষায় জর্জরিত ছিল‌ো ইব্রাহী‌মের জীবন
‌আল্লাহর প্র‌তি দৃঢ় বিশ্বাস তা‌কে করল‌ো উত্ত‌োরণ,
শত বাঁধা ড়িঙ্গ‌ি‌য়ে তি‌নি দি‌য়ে‌ছেন দ্বী‌নের দাওয়াত
‌দি‌য়ে গে‌লেন মুস‌লি‌মের তর‌ে মূল্যবান সওগাত।
নমরু‌দের খোদায়ীর বিরু‌দ্ধে প্রশ্ন ছু‌ড়‌ে দ‌িলেন তি‌নি
অগ্ন‌িকুন্ড‌ে নিক্ষ‌ি‌প্ত হ‌লেন,ঈমান তার কভু ট‌লে‌নি,
‌খোদার ইশারায় ইব্রাহী‌মের ত‌রে অগ্ন‌ি হ‌লো শীতল
সত্য ত‌বে বিজয় হ‌লো,মিথ্যা হ‌লো চিরত‌রে বিফল।
কো‌নো সন্তান ছিলনা কভু ইব্রাহী‌মের ছোট্ট ঘ‌রে
প্রভুর কা‌ছে দোয়া মা‌গে শুধু এক‌টি সন্তা‌নের ত‌রে,
অব‌শে‌ষে বৃদ্ধ বয়‌সে প্রভু দিলেন তা‌কে সু সন্তান
আদ‌রের ধন ছিল সে যে ,ছিল সে পরা‌নের পরান।
প্রভু তা‌কে স্বপ্ন দেখা‌লেন কর‌তে সন্তান কুরবানী
‌চিন্তায় ছি‌লেন পরীক্ষায় কখন ফেল ক‌রে না জা‌নি,
‌বিবৃত কর‌লেন পুত্র ইসমাইল‌কে তার স্বপ্ন‌ে‌র কা‌হিনী
পুত্র বল‌লেন এ কা‌জে আমায় ধ‌ৈর্যশীল পা‌বে তু‌মি।
অব‌শে‌ষে কুরবানী দি‌লেন প্র‌ি‌য় সন্তান‌কে ইব্রাহীম
‌খোদা তা‌তে খু‌শি হ‌য়ে দি‌লেন তা‌কে সম্মান অসীম,
যত‌দিন থাক‌বে এই পৃ‌থিবী থাক‌ব‌ে হজ্জ্ব কুরবান
মুস‌লিম উম্মাহ স্মরণ কর‌বে তার এই প্র‌তিদান।

বুধবার, ১৪ জুলাই, ২০২১

পড়!

বাংলাদেশ বার্তা: পড়! বার্তা বাংলাদেশ
 শুরুতে পড় বিসমিল্লাহ্

অবাক হলে সুবহানাল্লাহ্।


মিথ্যা শুনলে লা;হাওলা

বিপদ এলে ইন্নালিল্লাহ্

ধন্যবাদে যাযাকাল্লাহ্

ভবিষ্যতের ইনশাআল্লাহ্।


প্রশংসায় বল মাশাআল্লাহ্

কাজ শেষে আলহামদুলিল্লাহ্।


বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক

 

বাংলাদেশ বার্তা: বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ স্কয়ার ফার্মার একটি ইঞ্জেকশন সেফট্রন ১ গ্রাম-এর দাম ১৯০ টাকা। একই ইঞ্জেকশন হেলথ কেয়ার ফার্মার অরিসেফ ১ গ্রাম-এর দাম ৩২০ টাকা। ঠিক একই ইঞ্জেকশন রেডিয়ান্ট ফার্মার রফেসিন ১ গ্রাম-এর দাম ৪১৫ টাকা।

হয় স্কয়ার ফার্মা নিম্মমানের কাঁচামাল দিয়ে ইঞ্জেকশন বানাচ্ছে অথবা রেডিয়ান্ট ফার্মা বেশি লাভে মার্কেটে মাল ছাড়ছে...! রেডিয়ান্ট কোম্পানির বক্তব্য- আমরা মাল্টিন্যশনাল কোম্পানি, কিন্তু ওষুধ বানায় গাজীপুরে।

নিউরো বি স্কয়ার বিক্রি করছে প্রতি ট্যাবলেট ৮ টাকা করে; সেই ওষুধ জিস্কা ফার্মা নিউবিন বিক্রি করছে ৫ টাকায়।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- ১ গ্রাম সেফট্রন ভালো মানের কাঁচামাল দিয়ে প্রস্তুত করতে খরচ পড়ে ২০ থেকে ৩০ টাকা আর সেই ইঞ্জেকশন ভোক্তার হাতে যেতে দাম পড়ে ১৯০ থেকে ৪১৫ টাকা।

একটা এজিথ্রোমাইসিন ৫০০ মিলিগ্রাম ট্যাব প্রস্তুত করে ফ্যাক্টরি থেকে বের হলে দাম পড়ে মাত্র ৩ টাকা। সেই এজিথ্রোমাইসিন ৫০০ মিগ্রা-কে ভোক্তার কিনতে হয় ৩৫ টাকা/৫৫ টাকায়।

একেক কোম্পানি একেক ধরনের টেকনোলজি ব্যবহার করে এবং একেক কোম্পানি একেক সোর্স থেকে কাঁচামাল সংগ্রহ করে। বাস্তবে তারা সঠিক কাঁচামাল দিয়ে বানাচ্ছে তো?

বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক। তারা ১ গ্রাম ইঞ্জেকশন-এর স্থানে ৮৯০ মিলিগ্রাম দেয়নি তো? .

©শাহীদুল হক চৌধুরী

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সৌদি আরব ও কুয়েতগামি অভিবাসী বাংলাদেশি নাগরিকদের করোনা টিকা গ্রহনের জন্য ৭ টি হাসপাতাল সংরক্ষিত করা হয়েছে

বাংলাদেশ বার্তা: সৌদি আরব ও কুয়েতগামি অভিবাসী বাংলাদেশি নাগরিকদের করোনা টিকা গ্রহনের জন্য ৭ টি হাসপাতাল সংরক্ষিত করা হয়েছে; বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ  সৌদি আরব ও কুয়েতগামি অভিবাসী বাংলাদেশি নাগরিকদের করোনা টিকা গ্রহনের জন্য ৭ টি হাসপাতাল সংরক্ষিত করা হয়েছে। সেগুলো হলঃ


১। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
২। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৩। শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৪। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৫। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
৬। শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
৭। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ।

সৌদি আরব ও কুয়েত ব্যতীত অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরা উল্লিখিত ৭ টি নির্দিষ্ট কেন্দ্র ব্যতীত অন্য কেন্দ্রে নিবন্ধন করে টিকা নিতে পারবেন ।

বিদেশগামী শিক্ষার্থীগণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়ে সুরক্ষা এ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকার আওতায় আসবে।

এছাড়া ৩৫ বছরের ঊর্ধ্বে বাংলাদেশি নাগরিক www.surokkha.gov.bd এই পোর্টালে গিয়ে আপনার পরিচয় যাচাই এর জন্য শ্রেণী নির্বাচন করুন ও জাতীয় পরিচয়পত্র এবং সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করুন।

কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়াঃ

১। অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা
২। টিকা কার্ড প্রিন্ট করা
৩। SMS নোটিফিকেশন পাওয়া
৪। টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ 

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

প্রসঙ্গ সিজার।

 

বাংলাদেশ বার্তা: প্রসঙ্গ সিজার বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা: আমার সহধর্মিণীর চাচাতো বোন ৮ মাসের প্রসূতি। আগামী ৪ জুলাই ৮ মাস পূর্ণ হবে। গত পরশুদিন পেটে ব্যথা শুরু হলে " হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লিঃ", কচুক্ষেত, এ নিয়ে যায়। নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার দেখে বলে বাচ্চার মাথা কাছাকাছি চলে এসেছে। এখনই নরমাল ডেলিভারি হবে। নরমাল ডেলিভারি না হলে সিজার করা হবে।

ডেলিভারি করার জন্য সব প্রস্তুতি শেষ। আমি তখন বললাম ৮ মাস এখনো পূর্ণ হয়নি। আপনারা আরেকজন ডাক্তার দেখান। আজকাল হাসপাতালে গেলেই কোন বাচ্চা হওয়ার সময় না হলেও বাচ্চা বের করে ফেলে। কিন্তু আমার কথা শুনতে চায় না। প্রসূতির ফুফু হাইটেক হাসপাতালেই সিজার করাবে। কিন্তু প্রসূতির হাসবেন্ড ডাক্তারকে বলে, ৮ মাসের আগেই আপনি কিভাবে নরমাল ডেলিভারি করাবেন?
এখন তো নরমাল ডেলিভারি হবেনা।
এসব কথা শুনে ডাক্তার ক্ষুব্ধ হয়ে যায়। তখন বলে, যাও তোমাদের এখানে ডেলিভারি করাতে হবে না। আমার এখন বাসায় যেতে হবে।
প্রসূতির সাথে আমার শ্বাশুড়ি গিয়েছিলো। আমার শ্বাশুড়ি তখন ডাক্তারকে বলে, ম্যাডাম আপনি ডেলিভারিটা করিয়ে যান। ডাক্তার বলেন, তোমাদের এতো সিদ্ধান্তহীনতা। তোমাদের ডেলিভারি আমি করাবোনা। এই বলে ডাক্তার বের হয় যায়। তখন আমার শ্বাশুড়ি ডাক্তারের হাত ধরে কেঁদে ফেলে বলে, ম্যাডার আপনি করিয়ে যান। কিন্তু ডাক্তার চলে যায়।
এরপর আমাকে কল দিলে আমি বলি " গণস্বাস্থ্য " নিয়ে যান। তখন রাত ৯ টা বেজে গেছে।
আমি Zahidul Alam ভাইকে জিগ্যেস করি, ভাই আছেন কোথায়? তিনি বলেন, ফার্মগেট। আমি বলি, আপনি একটু গণস্বাস্থ্যে যান, আমার একজন রোগী গেছে। আমি আসতেছি। এরপর আমি রাত ১০.৩০ টার দিকে হাসপাতালে পৌঁছায়। সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করে। পরেরদিন গণস্বাস্থ্যের ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে বলে, এমন ব্যথা আসবেই। এখনো বাচ্চা হওয়ার সময় হয়নি। এখনো এক বা দেড় মাস পরে হবে বাচ্চা। এরপর ডাক্তার ঔষুধপত্র লিখে বাসায় পাঠিয়ে দেয়। এখন প্রসূতি পুরোপুরি সুস্থ।
আমার স্ত্রীকেও হাইটেক হসপিটালে, কচুক্ষেতে নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে এই একই ডাক্তার দেখে বলেছিলো, এখনই সিজার করতে হবে। রোগীর প্রচণ্ড পেশার। সিজার না করালে মায়ের অবস্থা খারাপ হবে। কথা শুনে আমার চোঁখ দিয়ে জল পড়ছিলো টপটপ করে। আমার মাথায় তখন কাজ করেনি। অন্য হাসপাতালে নিয়ে আরেকজন ডাক্তার দেখাবো, সেটিও মাথায় আসেনি। আমি স্ত্রীর অবস্থা খারাপের কথা শুনে বলি, ঠিক আছে, যেটি ভাল হয় করেন। ডাক্তার ৮ মাস পূর্ণ হওয়ার ১ সপ্তাহ আগেই আমার টুইন বেবি সিজার করে বের করে।
এরপর একটা বাচ্চাকে NCU এবং স্ত্রীকে ICU তে রাখে। যেখানে যথাক্রমে পার ডে বিল ২০০০০ টাকা।
বাচ্চা অপরিপক্ক হওয়ার জ্বালাটা এখন আমি টের পাচ্ছি। প্রায় প্রতি সপ্তাহে হাসপাতালে দৌড়াতে হয় এবং ঠিকমতো মায়ের দুধ পায় না বলে মাসে ১০ হাজার টাকার দুধু কিনতে হয় এবং অন্যান্য খাবার তো আছেই। অপরিপক্ক বয়সে বাচ্চা সিজার করে বের করার কারণে জীবনটা পুরোই ভোগান্তির মধ্যে।
আর একারণে সবার সচেতনতার জন্য এই পোস্ট লেখা। হাসপাতালে আপনার স্ত্রী, আত্মীয় বা যেকোন প্রসূতিকে নিয়ে গেলে মেয়াদের আগেই সিজার করতে বললে অন্তত আরো ২-১ জন ডাক্তার দেখাবেন।
আজকে সিজার একটা রমরমা গলাকাটা বিজনেস। হাসপাতালে নিয়ে গেলেই সিজার ছাড়া কিছু বোঝেনা।
অথচ আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের মা- চাচীদের সিজার লাগেনি। সেসময় ক'জনের সিজার করা লাগতো? আর এখন কতজনের লাগে?
গতকাল হাইটেক হসপিটালের সেই মহিলা ডাক্তার আমার স্ত্রীকে কল করছিলো। কল করে বলে, তোমার কাজিনের যখন বাচ্চা হওয়ার সময় হয়, আমার কাছে নিয়ে এসো। আমি কোন টাকা ছাড়াই ডেলিভারি করে দিবো..... কারণ তিনি জেনেছেন অন্য হাসপাতাল থেকে বলেছে, এখনো ডেলিভারির সময় হয়নি।
আল্লাহ যেভাবেই হোক বাঁচিয়ে দিয়েছেন। অন্যথায় ৮ মাসেই তিনি সিজার করে ফেলতেন। আর এই অপরিপক্ক বাচ্চাকে নিয়ে ভুগতে হতো সারাজীবন।
ডাক্তারদের বলবো, আপনারা মানবিক হন, মানবিক হন, মানবিক হন। অপ্রয়োজনে সিজার করবেন না।
এতে জাতি ধ্বংস হচ্ছে......
কালেক্টেডঃ @Rashed khan. রাশেদ খাঁন।

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...